ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

লোহাগড়ায় ডাকাত চক্রের ৯ সদস্য আটক

লোহাগড়ায় ডাকাত চক্রের ৯ সদস্য আটক

নড়াইলের লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড় হতে আন্তঃজেলা ডাকাত চক্রের নয় সদস্য ও সাত মোটরসাইকেল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

গত শনিবার রাতে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলামের নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদ ও এএসআই আবুল হোসেনসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। তাদের কাছে থাকা সাতটি মোটরসাইকেল উদ্ধার করে লোহাগড়া থানায় আনা হয়। আটকরা হলেন- ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের আছাদ মোল্যার ছেলে তনু মোল্যা, পাংখারচর গ্রামের কাজি দিদারুল আলমের ছেলে কাজি অমিত, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে শামীম রেজা, কুল্লা গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে শাওন রহমান, সোনাপুর গ্রামের মোসলেম আলীর ছেলে হাফিজুর রহমান, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার তারাইল গ্রামের ফিরোজ হোসেনের ছেলে আলামীন হোসেন, একই গ্রামের কালা মিয়া শেখের ছেলে মোকলেস শেখ, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ঘোপপাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে মাসুদ রানা, একই গ্রামের আব্দুল মালেকের ছেলে এজাজ আহম্মেদ। এঘটনায় লোহাগড়া থানায় মামলা হয়েছে। লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত