ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াইল উপজেলা প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ

তাড়াইল উপজেলা প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রেসক্লাবের বার্ষিক নৌকা ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় ক্লাবের সব সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তাড়াইল সদর বাজার ট্রলার ঘাট নরসুন্দা নদী থেকে হাওরাঞ্চলের বিস্তীর্ণ বর্ষার পানিতে এ আনন্দ ভ্রমণের যাত্রা শুরু হয়। পার্শ্ববর্তী উপজেলা ইটনা, মিঠামইন এলাকার বিভিন্ন দর্শনার্থী জায়গা পরিদর্শন ও অনুষ্ঠান শেষে সন্ধ্যায় একই জায়গায় ফিরে আসেন তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সদস্যরা। নৌকা ও আনন্দ ভ্রমন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সমাপণী বক্তব্য রাখেন, উপজেলার সিনিয়র সাংবাদিক ও দৈনিক শতাব্দীর কণ্ঠের স্টাফ রিপোর্টার রবীন্দ্র সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন- দৈনিক আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিনিধি রুহুল আমিন, দৈনিক আমার দেশের উপজেলা প্রতিনিধি ওয়াসিম সোহাগ, দৈনিক ভোরের আকাশের জেলা প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েল, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মুকরামিন খান, দৈনিক আজকের আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন রিপন, দৈনিক জনবাণীর উপজেলা প্রতিনিধি আল মামুন, দৈনিক ক্রাইম তালাশের জেলা প্রতিনিধি মাকদুম সাত্তার রুবেল, দৈনিক দেশের খবরের উপজেলা প্রতিনিধি রুহুল আমিন কাঞ্চন, দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি আবু তাহের মরাজ, দৈনিক জনতার খবরের উপজেলা প্রতিনিধি ওমর খান সানী, আলী হোসেন গেনু, কাজল বিশ্বাস প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত