
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মানবিক কর্মসূচির আওতাধীন উপজেলা পিআইও অফিস কর্তৃক ও প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ২৪ জন প্রান্তিক দারিদ্র কৃষকদের মাঝে গো খাদ্য বিতরণ করা হয়। গতকাল রোববার প্রাণিসম্পদ অফিসে ১০ কেজি ভুসি ২ কেজি খৈল মোট ২৪ জন প্রান্তিকের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা, কনিকা সরকার, পিআইও অফিসার বিভাস সরকারসহ অনেকেই উপস্থিত ছিলেন।