ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পাবনায় বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

পাবনায় বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

পাবনায় ঋণ খেলাপির মামলা করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় হামলা, ভাঙচুর ও কর্মকর্তাদের মারধরের ঘটনায় বহিস্কৃত যুবদল নেতা লোকমান হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল রোববার দুপুরে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, র‍্যাবের একটি আভিযানিক দল গত শনিবার ২ আগস্ট সন্ধা রাতে পাবনার চাটমোহর থানার ফৈলজানা এলাকা থেকে লোকমান হোসেনকে গ্রেপ্তার করেছে। তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে উক্ত ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা লোকমান হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। পাবনা জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার (১ আগস্ট) মধ্যরাতে পাবনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় দল নেবে না। এক্ষেত্রে তার সঙ্গে সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে আদেশে। জেলা যুবদলের সদস্য সচিব মনির আগমেদ আরও বলেন, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা মিলেছে। ফলে তাকে বহিষ্কার করা হয়েছে। দলের নামণ্ডপদবি ব্যবহার করে কোনো অপকর্ম করার সুযোগ নেই। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফৈলজানা শাখার মুখ্য কর্মকর্তা এসএম বশির উদ্দিন জানান, ২০১৮ সালে ব্যাংকের ফৈলজানা শাখা থেকে ৩ লাখ টাকা সিসি ঋণ নেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেন। কিন্তু গত ২ বছর ধরে তিনি এই ঋণ সময়মতো নবায়ন করেননি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ নবায়ন না করায় ব্যাংকের নিয়মানুযায়ী তিনি ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হন এবং ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে গত ২৫ মে পাবনার অর্থঋণ আদালতে মামলা করেন। মামলা করায় ক্ষিপ্ত হয়ে ৩১ জুলাই একদল লোক নিয়ে যুবদল নেতা ব্যাংকে হামলা করে ভাঙচুর এবং শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান ও অনান্য কর্মচারীদের মারধর করেন।

চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, এ ঘটনায় শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান বাদী হয়ে মামলা করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত