ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভারতে ছবি তুলতে গিয়ে কুলাউড়ার দুই যুবক আটক

ভারতে ছবি তুলতে গিয়ে কুলাউড়ার দুই যুবক আটক

আর্ন্তজাতিক সীমারেখা অতিক্রম করে ভারতীয় অংশে ঢুকে মোবাইলে ছবি তুলার সময় বাংলাদেশি দুই কিশোকে আটক করে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। বিষয়টি জানতে পেয়ে স্বজনরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তাদের জানান। পরে বিএসএফের সঙ্গে বিজিবি যোগাযোগ করে আটক দুজনকে ফেরত চাইলে বিজিবির কাছে গত শনিবার (২ আগস্ট) রাত পৌনে ১১টার হস্তান্তর করে বিএসএফ।

মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত এলাকায় ঘটে। সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যেও কৈলাশহর জেলা। আটক দুই যুবক হলো একই উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানের শ্রমিক সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৬) ও রামানা নাইডুর ছেলে প্রসেনজিৎ নাইডু (১৭)।

শ্রীমঙ্গল বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া জানান, দুই যুবক গত শনিবার বিকালের দিকে একটি মোটরসাইকেলে করে আলীনগর সীমান্ত এলাকায় বেড়াতে যায়। একপর্যায়ে মোটরসাইকেল রেখে তারা ১,৮৪৫ নম্বর মূল সীমান্তখুঁটি অতিক্রম করে ভারতে ঢুকে যায় এবং সেখানে মুঠোফোনে ছবি তুলছিল। সেই সময় বিএসএফের টহল দল দুই যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

তিনি বলেন, স্বজনরা বিভিন্ন সূত্রে খবর পেয়ে বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পে জানায়। পরে বিএসএফ ১৯৯ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে দুই যুবককে ফেরত দেওয়ার অনুরোধ করা হয়। পরে রাত পৌনে ১১টায় কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর অভিবাসন তদন্ত কেন্দ্র (আইসিপি) দিয়ে বিএসএফ ওই দুই যুবককে হস্তান্তর করে।

বিজিবি কর্মকর্তা জাকারিয়া বলেন, ওই দুই যুবক জানায়, তারা ভুলে সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়েছিল। আটকের পর বিএসএফ তাদের কোনো নির্যাতন করেনি। তাদেরকে কুলাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক বলেন, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয় এবং তাদেরকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত