
জুলাই-শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় গতকাল মঙ্গলবার সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য-
রাঙামাটি : রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)। সভার শুরুতে প্রধান উপদেষ্টার ধারণকৃত বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। বক্তব্য রাখেন- পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, সমাজসেবা উপ-পরিচালক মো. ওমর ফারুক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সাংবাদিক, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচনা সভা শেষে ‘জুলাই আন্দোলনে’ আহত সাহসী যোদ্ধাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। একই দিনে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. আতিয়ার রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। এরপর এক মিনিট নীরবতা পালন ও দোয়ার মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির।
মাগুরা : জেলা শহরের বরুনাতৈল গ্রামে শহিদ মেহদী হাসান রাব্বীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলসহ জেলায় ১০ জন শহিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সকাল ১০টায় জেলা অডিটরিয়ামে শহিদ পরিবারের সদস্যদের সম্মিলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা তথ্য অফিসার পাভেল দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের আমির এমবি বাকের, শহিদ রাব্বীর স্ত্রী রুমি খাতুন, শহিদ আল-আমিনের স্ত্রী সুমি খাতুনসহ শহিদ পরিবারের সদস্যরা। বেলায় ১১টায় জেলা বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল পৃথকভাবে শহরে বিজয় মিছিল করে। এছাড়া বিভিন্ন ধর্মীয় উপসানালয়গুলোত শহিদদের আত্মার মাগফেরাত কমনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
সিরাজগঞ্জ : গতকাল সকালে জুলাই গণঅভ্যুত্থানে আত্মাহুতি দানকারী আবু সাঈদ, মীর মুগ্ধসহ সব বীর শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রবির অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এসএম হাসান তালুকদার জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচির সূচনা ঘোষণা করেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদ আবু সাঈদ, মীর মুগ্ধসহ সব শহিদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ২০২৪ এর জুলাই মাসে যে অভ্যুত্থানের সূচনা হয়েছিল সেটির চূড়ান্ত সফলতা অর্জিত হয় ৫ আগস্ট। তার ধারাবাহিকতায় একবছর হলো স্বৈরশাসনমুক্ত হয়েছি। এ অভ্যুত্থানের মূল প্রতিপাদ্য ছিল শোষণহীন, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা। এটি এখনও বাস্তবায়িত না হলেও এর যাত্রা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আশা করবো বর্তমান সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ সবাই মিলে সে আকাঙ্ক্ষা পরিপূর্ণ করার জন্য যথাযথ বাস্তব পদক্ষেপ গ্রহণ করবেন। তবেই জুলাই অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মা শান্তি পাবে। এরপর রবির অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাবলি নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্র প্রদর্শনী শেষে রবির শিক্ষক ও শিক্ষার্থীদের, পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে শিল্পীরা গান ও কবিতায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত সব শহিদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার লিচুতলায় জুলাই স্মৃতিস্তম্ভে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক হাতেমা তুল জান্নাত ও জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সবার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে মুন্সীগঞ্জের ‘রক্তকথা’ নামক নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
সাতক্ষীরা : সাতক্ষীরায় আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এ সময় পুলিশ সুপার মোহাম্মাদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্য চারজন ও ৯৭ জন জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দয়া হয়।
যশোর : জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন, বিজয় র্যালি, আলোচনা ও কনসার্টের মধ্য দিয়ে যশোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করলো জেলা প্রশাসন। ৫ আগস্ট সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন গরিবশাহ রোডের বকুল তলায় নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ও পুলিশ সুপার রওনক জাহান। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। পরে সেখান থেকে জেলা প্রশাসনের উদ্যোগে সম্মিলিত বর্ণাঢ্য বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি দড়াটানা, মুজিব সড়ক ঘুরে ঈদগাহ ময়দান সড়ক হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক।
টাঙ্গাইল : শিল্পকলা একাডেমিতে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে সম্মিলনের আয়োজন করে জেলা প্রশাসন। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে ওই সম্মিলনে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহ্বায়ক আল আমিন, সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথিসহ আহত ও শহিদদের পরিবারের সদস্যরা। শুরুতে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনার এক পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং। পরে আহত ও শহিদ পরিবারের সদস্যদের জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জেলার জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার প্রতিনিধি : বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। গতকাল সকাল ৯টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নব নির্মিত শহিদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. ঈসরাইল হোসেন, পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন। পরে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন দপ্তরের লোকজন, সাংবাদিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে নিহত ও আহতদের জন্য মোনাজাত করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেবহাটা : সাতক্ষীরার দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও শহিদ আসিফের কবর জিয়ারত করা হয়েছে। গতকাল সকাল ৯টায় সাতক্ষীরার ১ম শহিদ আসিফ হাসানের কবর জিয়ারত করা হয়। দেবহাটা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ ও দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসানসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা, ছাত্র প্রতিনিধিরা কবর জিয়ারতে অংশগ্রহণ করেন। পরে দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গনঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ। দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- দেবহাটা থানার ওসিগোলাম কিবরিয়া হাসান, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাও. অলিউল ইসলাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ছাত্র প্রতিনিধি ইমরান বাশার প্রমুখ।
তাড়াইল : কিশোরগঞ্জের তাড়াইলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা গ্রাফিতি ও চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। এক বছর আগে এই দিনে জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পায়, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় আমাদের দেশ। গণঅভ্যুত্থানে শাহাদত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেন সব জুলাই যোদ্ধাকে যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, হারিয়েছেন দৃষ্টিশক্তি। আলোচনা সভায় বক্তব্য রাখেন- তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, গণঅধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সদস্য সচিব জাকিরুল ইসলাম বাকী প্রমুখ।
নওগাঁ : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নওগাঁয় চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাবের অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয় এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান। এ সময় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাছানাত আলীর সভাপতিত্বে সাংবাদিক শেখ আনোয়ার, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, সাধারণত সম্পাদক বেলায়েত হোসেন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ ও জেলা রিপোটার ইউনিটির সভাপতি আব্দুর রশিদ তারেকসহ অন্যরা বক্তব্য রাখেন।
চাঁদপুর : গতকাল সকাল ৯টায় চাঁদপুর শহরের রঘুনাথপুর গ্রামের শহিদ হাফেজ সাজ্জাদ হোসাইন রাব্বির কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। পর্যাক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহরুল হক, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, শহিদ হাফেজ সাজ্জাদ হোসাইনের বাবা মো. জসিম রাজাসহ স্থানীয় লোকজন এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার সব উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠন শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।