
নেত্রকোনার মোহনগঞ্জের আর্দশনগর সাতমাধলাই (বালই) নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে মারুফ (২৪) ও জিয়া মিয়া (২০) নামে নৌকায় থাকা দুইজন নিখোঁজ এবং আহত হয়েছে একজন। এঘটনা মোহনগঞ্জ উপজেলার ৬নং সুয়াইর ইউনিয়নের আর্দশনগর সাতমাধলাই (বালই) নদীতে বালুবোঝাই নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ ও আহত হয়েছেন একজন। গত সোমবার গভীর রাতে আদর্শনগর এলাকায় নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে প্রথমে মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন এবং পরে ময়মনসিংহ ডুবুরি দল এসে তাদের উদ্ধারের চেষ্টা করছে।
নিখোঁজরা হলেন- পূর্বধলা উপজেলার ধলামুলগাও ইউনিয়নের ধলামুলগাও গ্রামের মারুফ মিয়া (২৫), মো. জিয়া (২৩)। আহত আব্দুল হকের বাড়ি একই গ্রামে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। স্টিলের নৌকাটি সিলেটের ছাতক থেকে বালুবোঝাই করে যাওযার পথে আদর্শ নগরের দিকে। রাত আড়াইটার দিকে আদর্শনগর সাতমাধলাই (বালই) নদী এলাকায় আসতেই নৌকাটি তলিয়ে যায়। নৌকায় থাকা মালিক আব্দুল হক তীরে উঠতে পারলেও দুজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। পরে স্থানীয়রা আব্দুল হককে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন।
মোহনগঞ্জ ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালায়। কিন্তু প্রবল স্রোতে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানিয়েছেসদন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ফায়ার লিডার নূরে আলম। মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার বজলুর রহমান জানান, তারা তিনজনই স্টিল বডি বালুর নৌকায় ছিলেন। দুইজন নিখোঁজ রয়েছে এবং একজন আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।