ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

৩৬ জুলাই : সারা দেশে ফ্যাসিবাদ ঠেকানোর প্রত্যয়

৩৬ জুলাই : সারা দেশে ফ্যাসিবাদ ঠেকানোর প্রত্যয়

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলা উপজেলায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনীতিক দল বিজয় র‌্যালি, গণমিছিল ও সমাবেশ করেছে।

নরসিংদী : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসন বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। দীর্ঘ বছরের তাদের এই জুলুম-অত্যাচারে মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, সেই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ৫ আগস্ট। তাই এ দিন ছাত্র-জনতাসহ সারা দেশের মুক্তিকামী মানুষ ঢাকার রাজপথে নেমে আসে।

গতকাল সকালে গণঅভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষে নরসিংদী পলাশে বিএনপির ও এর অঙ্গসংগঠনের আয়োজনে বিজয় র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় মঈন খান বলেন, আওয়ামী দুঃশাসনের সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে লাখ লাখ মামলা দেওয়া হয়। এসব মামলা থেকে রক্ষা পায়নি তৎকালিক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানসহ তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা প্রতিহিংসায় বিশ্বাস করে না। গণতান্ত্রিক পদ্ধতি ব্যাতি রেখে কোনো সভ্য দেশ সৃষ্টি হতে পারে না। তাই অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে। ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু করে বিজয় র‌্যালিটি নরসিংদী-২ নির্বাচনি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

মানিকগঞ্জ : জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা বলেছেন, দেশে গণতন্ত্র ও সুশাসন ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশের বিরুদ্ধে এখনও গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে এবং বাংলাদেশে সুশাসন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আফরোজা খানম রিতা বলেন, মানিকগঞ্জে ৪০ হাজারেরও বেশি তরুণ এবার নতুন ভোটার হয়েছে। আগামীতে একটি উন্নত বাংলাদেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার গুরুত্ব তুলে ধরে তাদের ধানের শীষ প্রতীকে ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে। গতকাল মঙ্গলবার সকালে মানিকগঞ্জ সদর ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল আনন্দ-মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। একই ধরনের কর্মসূচি সাটুরিয়া, ঘিওর, দৌলতপুর, শিবালয়, সিংগাইর ও হরিরামপুর উপজেলাতেও পালিত হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ রফিকের কবরে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা ও পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন।

নোয়াখালী : জুলাই গণঅভ্যর্থনের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর ও বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ডকুমেন্টারি প্রদর্শনী ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল চৌমুহনীর চৌরাস্তা বাস টার্মিনালে জুলাই বিপ্লবের চেতনায় ধারণকৃত বিভিন্ন ফটো ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করে। এতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ পরিবারের সদস্যদের নিয়ে প্রদর্শনী দেখতে আসে। প্রায় ২০ হাজার লোকে সমাগমে মিছিলটি চৌরাস্তা থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর-চৌমুহনী-ফেনী মহাসড়ক প্রদক্ষিণ করে শেষ হয় কাচারিবাড়ি মসজিদের সামনে।

যশোর : গণতান্ত্রিক সরকার, ভোটের অধিকার, মানবিক ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বাকস্বাধীনতা নিশ্চিত করার একটি লক্ষ্য নিয়েই সেদিন ছাত্র-জনতার গণঅভ্যুত্থান গড়ে উঠেছিল। বিগত ১৬ বছরে এদেশের মানুষ আশা করেছিল একটি নিরপেক্ষ নির্বাচন হোক। কিন্তু তা হয়নি। দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির লক্ষ্য অবিচল থাকবে। ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে অনুষ্ঠিত পৃথক দুটি বিজয় সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য। ফলে সমাজবিরোধী কোনো কার্যকলাপ কেউ করে থাকলে তার জায়গা বিএনপিতে হবে না। আওয়ামী ফ্যাসিস্ট সরকার যেভাবে জনগণের প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছিল আমরা তা চাই না। এদেশের মানুষ একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের জন্য দীর্ঘ এত বছর লড়াই সংগ্রাম করেছে। সেই সংগ্রাম যেন ব্যর্থ না হয়। এক কথায় ফ্যাসিবাদের দোসররা যা করেছে আগামীতে তা কেউ করতে পারবে না। যশোর নগর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় টাউন হল ময়দান ও পালবাড়ী ভাস্কর্যের মোড়ে অনুষ্ঠিত পৃথক দুটি বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ দুটিতে নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামসুন্নাহার পান্না, যুবদল নেতা রবিউল ইসলাম রবি, তানভীর রায়হান তুহিন, স্বেচ্ছাসেবক দলের নেতা রয়েল, ছাত্রদল নেতা মাসুদ কাইজার ইফতি, পিকুল হোসেন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন যশোর নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন অধ্যাপক আমিনুর রহমান পিন্টু।

যশোর টাউন হল ময়দানে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী সমবেত হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এখানে সকাল ১০টা থেকে সমাবেশ শুরু হয়ে তা শেষ হয় বেলা ১২টায়। পরে টাউন হল ময়দান থেকে বিজয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় দলীয় নেতাকর্মীদের হাতে বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে যারা নিহত হয়েছেন তাদের ছবি সম্বিলিত ফেস্টুন, ব্যানার, জাতীয় পতাকা, দলীয় পতাকা, ধানের শীষের তোড়া, ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের ছবি, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি শোভা পায়। শোভাযাত্রাটি শহরের দড়াটানা হয়ে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড হয়ে পালবাড়ি ভাস্কর্যের মোড়ে অনুষ্ঠিত বিজয় সমাবেশে এসে মিলিত হয়। সমাবেশ শেষে যশোর নগর বিএনপি’র সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ উভয় সমাবেশের সভাপতি হিসেবে দিনের প্রথম ভাগের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

সখীপুর : বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমত্যের ভিত্তিতে। আমরা বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই তা ঘোষিত হবে এটা প্রত্যাশা করি। টাঙ্গাইলের সখীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিজয় র‌্যালি ও সমাবেশে তিনি এ কথা বলেন। আহমেদ আযম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত সকল পরিবারের সাথে বিএনপি সব সময়ই থাকবে। তিনি বলেন, যারা জুলাই এবং আগস্টে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছেন, বিএনপির গত ১৭ বছরে যারা জেল খেটেছে, তারা এখনও যথাযথ মূল্যায়ন পায়নি। এখান থেকে উত্তরণ করতে হলে জরুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন করতে হবে। নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই প্রকৃত সংস্কার করবে।

উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুর সভাপতিত্বে বিজয় র‌্যালি ও সমাবেশে সাবেক সভাপতি খোরশেদ আলম, আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ছবুর, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ছবুর রেজাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

বেলাব : নরসিংদীর বেলাব বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল বিজয় র‍্যালি ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অবঃ) জয়নুল আবেদীনের নেতৃত্বে এই বিশাল র‍্যালি ও মোটরসাইকেল শোডাউনে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।মোটরসাইকেল শোডাউন ও র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেঃ কর্নেল (অবঃ) জয়নুল আবেদীন বলেন, প্রায় ২ হাজার শহীদ এবং প্রায় ৩০ হাজার আহত মানুষের রক্তের বিনিময়ে আমরা আজকে এই দিনে ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করেছিলাম। ভবিষ্যতে যেন এই ফ্যাসিবাদ দেশে আর ফিরে না আসে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি আগামী দিনের বাংলাদেশ পূণর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এই ৩১ দফা দাবি বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌছে দিবো। বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করতেছে।

কলমাকান্দা : নেত্রকোনার কলমাকান্দায় সারাদেশের ন্যায় জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে কলমাকান্দা উপজেলা বিএনপির বিশাল এক আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। গতকাল মুসলধারে বৃষ্টি ও বৈরি আবহাওয়ার মধ্যেও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে দলে দলে এ আনন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন এবং সারা বাজার প্রদিক্ষণ শেষে শহীদদের শ্রদ্ধা জানাতে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে এক মিনিট নীরবতা পালন ও শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ বিজয়ের বর্ষফুর্তি মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদ্য সভাপতি এমএ আবুল খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, খারনৈ ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ওবায়দুল হক, কলি আক্তার, সাগর আহমেদ নাজিম, উপজেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব সুলাইমান, সেচ্ছাসেবকদলের আহবায়ক আনোয়ার হোসেন আইনল, ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুলসহ সর্বস্তরের নেতাকর্মীরা। দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষ শহীদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।কলমাকান্দায় ঐতিহাসিক ফ্যাসিবাদ পতন ও বিজয়ের বর্ষফুর্তিতে বিএনপির আনন্দ মিছিল ও শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ।

হোসেনপুর : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে বিজয় র‍্যালিটি শুরু করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।? উপজেলা বিএনপির আহ্বায়ক ?জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, যুব দলের সভাপতি খসরুজ্জামান শরীফ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহিদ। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম জুয়েল, ফরিদ আহমেদ, সাইফুল ইসলাম, এআই খান শিবলু, সেলিম মাহবুব সবুজ, পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান লিমন, স্বপন আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়াসহ উপস্থিত ছিলেন বিএনপি ও তার সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উখিয়া : গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় বিএনপির গণমিছিল উত্তর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় উখিয়া স্টেশন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন- গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির লড়াই শেষ হয়নি। এই আন্দোলনকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি উখিয়াকে পৌরসভা ঘোষণার প্রতিশ্রুতি দিয়ে বলেন, উখিয়াকে একটি পূর্ণাঙ্গ পৌরসভা হিসেবে গড়ে তুলে নাগরিক সেবা নিশ্চিত করা হবে। দেশের কল্যাণে বিএনপির পাশে থাকার জন্য আমি উখিয়াবাসীকে আহ্বান জানাচ্ছি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির বিরুদ্ধে প্রচারিত মিথ্যা তথ্যের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শাহজাহান চৌধুরী আরও বলেন, ফেসবুকে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব মিথ্যাচারে কান না দিয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিন। সত্যের পথে থাকুন, আন্দোলনের পথে থাকুন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উখিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব সোলতান মাহমুদ চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়া : জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল করেছে জামায়াতে ইসলাম। গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি গণমিছিল বের করে জেলা জামায়াত ইসলাম। গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করে।

সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা আমির ও কেন্দ্রীয় জামায়াতে ইসলামের শুরা সদস্য মাওলানা মোবারক হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মুহাম্মাদ জুনায়দে হাসান ও আব্দুল বাতেন, যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মো. রোকন উদ্দন, আইসিটি ও শিক্ষা সম্পাদক রাজিফুল হাসান বাপ্পী, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি হাসান মাহমুদ, সেক্রেটারী জুলফিকার হায়দার রাফিসহ প্রমুখ। জেলা জামায়াতে ইসলামের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য মোবারক হোসেন বলেন, ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাশাসক শেষ হাসিনার বিদায় হয়েছে। গত ১৬ বছর কথা বলার কোনো অধিকার ছিল না। কথা বললেই হত্যা করতে দ্বিধা করেনি শেখ হাসিনার সরকার। দেশে এমন অবস্থা কায়েম করেছিল শেখ হাসিনা যে পক্ষে থাকলে মুক্তিযোদ্ধা আর বিপক্ষে গেলে বা থাকলে রাজাকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজাকার বলে গালি দিয়েছিল শেখ হাসিনা। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এই দেশ থেকে স্বৈরাচারদের বিদায় হয়েছে যাতে দেশে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলট ঘটতে পারে। আমরা দেখেছি হাসিনা চলে গেলেও তার দোসর ও প্রেতাত্মারা এখনও ক্ষমতায় বসে আছে। আর কোনো দিন হাসিনা আপা দেশে আসতে পারবে না।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে হেফাজত ইসলামের সভাপতি জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মুবারক উল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা আলী আজমের নেতৃত্বে শহরের টিএরোড থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পর্যন্ত গণমিছিল ও সমাবেশ করে। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ ও সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীমের নেতৃত্বে শহরের টিএরোড থেকে প্রেসক্লাব পর্যন্ত গণমিছিল ও সমাবেশ করে। সভায় বক্তারা, দ্রুত শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত