ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে সন্তান হত্যায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে সন্তান হত্যায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যার দায়ে বাবাসহ তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ মামলায় একজনকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। আজ রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। জামিনে বের হয়ে তিনজনই পলাতক।

গতকাল বুধবার জেলা দায়রা জজ আদালের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার করিমগঞ্জ উপজেলার ভাটিয়া জহিরকোনা গ্রামের মৃত আবদুল মোতালিবের ছেলে মো. আনোয়ারুল ইসলাম, খুরশিদ মিয়া ও মেনু মিয়ার ছেলে সাদেক মিয়া।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১১ আগস্ট সকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আনোয়ারুল ইসলামের ১২ বছর বয়সি মেয়ের লাশ বাড়ির পাশের বাঁশঝাড় থেকে উদ্ধার করে পুলিশ। ওই দিন ১৬ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, নিহতের পিতা আনোয়ারুল ইসলাম।

পরে, ২০১৮ সনের ৭ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার এসআই মীর মোহাম্মদ মোখছেদুল আলম তদন্ত শেষে উক্ত ঘটনায় মামলার বাদি নিহতের বাবা আনোয়ারুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোহপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ২০১৬ সালের ১০ আগস্ট রাতে প্রতিপক্ষকে ফাঁসাতে বাদী আনোয়ারুল ইসলাম নিজে এবং তার ভাই খুরশিদ মিয়া ও ভাতিজা সাদেক মিয়াকে সঙ্গে নিয়ে নিজের ১২ বছর বয়সি মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বাঁশঝাড়ে ফেলে রাখে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত