
ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ সংস্কার ফোরামের আয়োজনে দরিদ্র, অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার ঈশ্বরগঞ্জ সংস্কার ফোরামের প্রধান উপদেষ্টা তারেক ইবনে মুজিবের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় বীর শেখ শাহরিয়ার বিন মতিনের বাবা আব্দুল মতিন।
এসময় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান, সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক ও সংস্কার ফোরামের সদস্য শেখ সোহেল, আরিফ, রাকিবুল হাসান, রিয়াদ হাসানসহ অনান্যরা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।