ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত তিন

সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত তিন

সুনামগঞ্জ-সিলেট সড়কের বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ শিক্ষার্থীসহ ৩ জন নিহত ও সিএনজি চালাকসহ ২ জন আহত হয়েছেন। আহত ও নিহতদের সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী (১৮), সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা খুশি (১৯) এবং যাত্রী শফিকুল ইসলাম (৭৫)। আহতরা হলেন- সিএনজি চালক রশিদ আহমদ ও যাত্রী ঐশি রানী পাল।

সিএনজি চালক রশিদ আহমদ জেলার শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরি গ্রামের রমজান আলীর ছেলে এবং যাত্রী ঐশি রানী পাল সুনামগঞ্জ সদর উপজেলার লালারচর গ্রামের ভূষন পালের মেয়ে।

নিহত শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী সুনামগঞ্জ শহরের বাধনপাড়ার শিক্ষক বিপুল চক্রবর্তীর মেয়ে, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী নিহত আফসানা খুশি শহরের আরপিন নগরের বাসিন্দা ও যাত্রী শফিকুল ইসলাম একই শহরের আলীপাড়ার বাসিন্দা। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে একটি সিএনজি দিয়ে সুবিপ্রবির শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা খুশি, শফিকুল ইসলাম, ঐশি রানী পাল সুনামগঞ্জ শহরে আসার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের বাহাদুরপুর এলাকায় পৌছলে বিপরীত দিকে থেকে আসা একটি বাস সিএনজিকে মুখোমুখি চাপা দিলে সিএনজির যাত্রী সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা খুশি, শফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারাযান এবং সুবিপ্রবির শিক্ষার্থী স্নেহা চক্রবর্তীকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম জানান, নিহতদের লাশ সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাতপাতাল মর্গে রাখা হয়েছে।

ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে। আহত সিএনজি চালক রশিদ আহমদ ও সিএনজি যাত্রী ঐশি রানী পালকে উন্নত চিকিৎসার জন?্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত