ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজদিখানে আওয়ামী লীগ নেতা রিমান্ডে

সিরাজদিখানে আওয়ামী লীগ নেতা রিমান্ডে

জুলাই আন্দোলনের সময় সংঘটিত একাধিক মামলায় গ্রেপ্তার হওয়া সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ আমজাদ হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত সোমবার ৭ দিনের রিমান্ড আবেদনসহ তাকে মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১ নম্বর আমলী আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে বিচারক আসিকুর রহমান তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর সোনারগাঁও হোটেল এলাকা থেকে গত সোমবার দিবাগত রাত ১টার দিকে আমজাদ হোসেনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গত মঙ্গলবার তাকে মুন্সীগঞ্জ আদালতে হাজির করা হয়।

মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) মাকসুদুল রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আল মুসলিম গ্রুপের পরিচালক শেখ আমজাদ হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া সিরাজদিখান থানার উপপরিদর্শক রাকিবুল ইসলাম জানান, গাড়ি ভাঙচুরসহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের আবেদন জানানো হয় আদালতে।

মুন্সীগঞ্জ কোর্ট পরিদর্শক কামরুল ইসলাম মিঞাও আমজাদের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে ছাত্র-জনতার ওপর হামলায় তিন দিনমজুর নিহত হন। এ ঘটনায় আমজাদ হোসেনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত