
মুন্সীগঞ্জ জেলা বিচার প্রার্থী মানুষের বিশ্রামাগার ন্যায় কুঞ্জ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার সকাল পৌনে ১০টার দিকে জুম কনফারেন্সের মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী বিশ্রামাগার ন্যায় কুঞ্জ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ নুর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ আলম, জিপি তোতা মিয়া, পিপি হালিম হোসেন, স্পেশাল পিপি জাহাঙ্গীর হোসেন ঢালী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলম, কোষাধাক্ষ হাফিজুর রহমান মাহবুব প্রমুখ ।