ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি’

‘গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি’

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিজয় র‌্যালি করেছে জেলা বিএনপি। গতকাল বুধবার অনুষ্ঠিত র‌্যালির পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দলটির কেন্দ্রীয় সহ-গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য। অ্যাডভোকেট সাহেনা আক্তার সানু মশিউর রহমান বিপ্লব, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান ও আবু তালেব।

ফেনী জেলা বিএনপির জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলার বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দ্রুত সময়ের মাধ্যমে সব গণহত্যার বিচার ও ২৪ এর গণঅভ্যুত্থানে গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে গণহত্যায় ব্যবহৃত সব অবৈধ অস্ত্র উদ্ধার করার দাবি জানান। এছাড়াও যারা বাংলার মানুষের ভোটাধিকার ও সম্পদ লুট করে দেশ থেকে পালিয়ে গেছে, তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে নেওয়ার দাবি জানান।

শেষে ফেনী প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ট্রাংক রোডে আসার পর সমাপ্তি ঘোষণা করা হয়। এতে অংশ নেন দলটির জেলা-উপজেলা ও পৌর কমিটির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত