
শিক্ষার আলো ছড়িয়ে দিতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের উদ্যোগে জেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হয়েছে ‘লাইব্রেরি কর্নার’। এ উদ্যোগের অংশ হিসেবে একযোগে জেলার মোট ২৯২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্নার উদ্বোধন করা হয়। এর মধ্যে রায়পুর উপজেলায় ৩৮টি বিদ্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। লক্ষ্মীপুর সদর উপজেলায় আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার পাঁচটি উপজেলায়-লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর-এই লাইব্রেরি কর্ণার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন।
রায়পুর উপজেলায় লাইব্রেরি কর্নার উদ্বোধন কার্যক্রমের তত্ত্বাবধান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান। উদ্বোধনকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, লাইব্রেরি কর্নার কার্যক্রমের মাধ্যমে শিশুদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়বে। তারা পাঠ্যবইয়ের বাইরেও জ্ঞানের নতুন জগতে প্রবেশ করতে পারবে। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন বলেন, শিশুদের মানসিক বিকাশে বইয়ের কোনো বিকল্প নেই। লাইব্রেরি কর্নার হবে তাদের কল্পনার জগৎ গঠনের অন্যতম হাতিয়ার। উল্লেখ্য, প্রতিটি লাইব্রেরি কর্নারে শিশুদের উপযোগী গল্প, ছড়া, রূপকথা, সাধারণ জ্ঞানসহ নানা শিক্ষামূলক বই সংযোজন করা হয়েছে। শিশুদের মনোযোগ আকর্ষণে রঙিন ফার্নিচার ও দেয়ালচিত্র দিয়ে কর্নার সাজানো হয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই জানিয়েছেন, এই কার্যক্রম শিশুদের স্কুলমুখী করতে সহায়তা করবে এবং তাদের মধ্যে বই পড়ার প্রতি ভালোবাসা সৃষ্টি করবে।