ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নরসিংদীতে সাত দোকান পুড়ে ছাই

নরসিংদীতে সাত দোকান পুড়ে ছাই

নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে আগুন লেগে জুতা, ইলেক্ট্রনিক, মুদিসহ সাতটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত বুধবার সকালে মাধবদী বাজারের সোনার বাংলা সমবায় মার্কেটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে মাধবদী বাজারের সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদী ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, সকাল ৭টা ২০ মিনিটে খবর পেয়ে মাধবদী ও নরসিংদীর ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরমধ্যে মাত্র ৩টি ইউনিট এক ঘণ্টা কাজ করেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে বিস্তারিত বলা যাবে বলেও তিনি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত