
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জায়গা থেকে ১৬৩ অবৈধ স্থাাপনা উচ্ছেদ করা হয়েছে। একই এলাকার সুবর্ণসাড়া থেকে বেলকুচি পৌরসভা কার্যালয় পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সড়কের দুই পাশে পাউবোর জায়গায় অবৈধ স্থাপনায় বসবাস ও ব্যবসা বাণিজ্য করে আসছিল স্থানীয় লোকজন। এ বিষয়ে এরআগে তাদেরকে একাধিকবার নোটিশও দেওয়া হয়েছিল।