ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দাগনভূঞায় গরু খামারিরা পেলেন উপকরণ

দাগনভূঞায় গরু খামারিরা পেলেন উপকরণ

দাগনভূঞা উপজেলায় গরু হৃষ্টপুষ্টকরণ (প্রডিউসার গ্রুপ) এর খামারিদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এ উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। উপকরণ সামগ্রীর মধ্যে ছিল, একটি মটর ও মটর সেট, ল্যাক্টোমিটার, ফ্লোরমেট, ট্রলি, বেলচা ইত্যাদি। ৫টি পিজি গ্রুপের ১৯৮ জন সদস্যদের মাঝে এই উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মার সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাহবুবের সঞ্চালনায় উপজেলা ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি আলা উদ্দিন আলো, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আবু নাছের তুহিন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পিজি সাধারণ সম্পাদক ইফতেখার কবীর উজ্জ্বল, কোষাধ্যক্ষ নূর নবী, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রেজাউল হক, মাঠ সহকারী মো. ইকবাল হোসেনসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারীরাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে খামারিরা যাতে খামার ব্যবস্থাপনায় সহজভাবে করতে পারে এজন্য উপকরণ বিতরণ করা হয়। এর মাধ্যমে গাভির স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি উৎপাদনও বৃদ্ধি পাবে। পর্যায়ক্রমে সুফলভোগীদেরকে প্রকল্প থেকে সরবরাহকৃত উপকরণ বিতরণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত