ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গঙ্গাচড়ায় দুই শিশুর লাশ উদ্ধার

গঙ্গাচড়ায় দুই শিশুর লাশ উদ্ধার

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের একটি গর্ত থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন মারুফ মিয়া (৬) ও আব্দুর রহমান (৭)। তারা রংপুর সদর উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ডাঙি পাইকান এলাকার বাসিন্দা এবং নগরবন্দ বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী। গত বুধবার দুপুর ২টার দিকে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি অবৈধ বালু উত্তোলনস্থলে খননকৃত গর্ত থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, শিশু দুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, গত মঙ্গলবার স্কুল বন্ধ থাকায় সকালে মারুফ ও আব্দুর রহমান একসঙ্গে খেলতে বের হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত