
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলু বলেছেন কামাল ছিলেন জিয়াউর রহমানের আদর্শের একজন পরীক্ষিত কর্মী। কামাল আমাদের মাঝে নেই তার নীতি আদর্শ হলো নেতাকর্মীদের শিক্ষণীয়। গতকাল শুক্রবার সকালে সোনাইমুড়ী উপজেলার রেলস্টেশন মাঠে বিএনপি নেতার আনোয়ারুল হক কামালের তৃতীয় জানাজার আগে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্যাহ ভুলু এসব কথা বলেন। জানাজায় উপস্থিত চেয়ারপারসন এর উপদেষ্টা সুপ্রিম কোর্ট বার কাউন্সিলর সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। সাবেক এমপি সালাউদ্দিন কামরান, কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুর রহিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান, সোনাইমুড়ী পৌরসভা সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, জেলার যুবদলের সভাপতি মনজুরুল আজীম সুমন, সেচ্ছাসেবকদলের জাহাঙ্গীর আলম, জেলা তাঁতী দলের সভাপতি ইকবাল করিম সোহেলসহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ। পরে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্যাহ ভুলু ও ব্যারিষ্টার খোকনসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির উপজেলার পক্ষ থেকে মরহুম কামালের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ্য নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল গত বৃহস্পতিবার ভোরে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। চতুর্থ নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।