ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বড়লেখায় ৯ রোহিঙ্গাসহ ১০ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

বড়লেখায়  ৯ রোহিঙ্গাসহ ১০ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নিউ পাল্লাথল সীমান্তের কুমারশাইল এলাকা থেকে বিএসএফের ঠেলে পাঠানো ৯ রোহিঙ্গা ও ১ বাংলাদেশি নাগরিক বিজিবির হাতে আটক হয়েছেন। গত শুক্রবার বিজিবির নিউ পাল্লাথল বিওপির টহল দল তাদের আটক করেছে। ৫২-বিজিবি প্রাথমিকভাবে দুজনকে আটকের তথ্য নিশ্চিত করেছে। গত শুক্রবার রাতে তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি জানায়, কয়েক বছর আগে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান। সম্প্রতি সেখানে আটক হওয়ার পর বিএসএফ তাদের বাংলাদেশে ফিরিয়ে পাঠায়।

বিয়ানীবাজার-৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী গতকাল শনিবার বলেন, বিএসএফ পুশইন করা ৯ রোহিঙ্গা ও একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে দুজনকে থানায় সোপর্দ করা হয়েছে। বাকিদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত