ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মানিকগঞ্জে জেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট

মানিকগঞ্জে জেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট

মানিকগঞ্জের শহিদ মিরাজ-তপন স্টেডিয়ামে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে জেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধন করেন- জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, জামায়াতে ইসলামীর ঢাকা অঞ্চলের সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, সব উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান কর্মকর্তারা। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় শিবালয় উপজেলা এবং সাটুরিয়া উপজেলা ফুটবল দল। এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত