
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন প্রকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দাউদকান্দি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. নূরে আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য, মো. ইউনুছ, মো. মফিজ উদ্দিন, অধ্যাপক শাহজাহান চৌধুরী, দাউদকান্দি মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক একে সামছুল হক ও সদস্য সচিব আবুল হাশেম প্রমুখ।