ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফেনী শহর ব্যবসায়ী সমিতির এডহক কমিটি

ফেনী শহর ব্যবসায়ী সমিতির এডহক কমিটি

ফেনী শহর ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ব্যবসায়ীদের পক্ষ থেকে পাঁচটি পৃথক প্যানেল জমা দিলে জেলা প্রশাসনের উদ্যোগে সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে সাত সদস্যের একটি কমিটি গতকাল শুক্রবার অনুমোদন করা হয়েছে। এ কমিটি অনুমোদন দেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন। কমিটিতে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নুরুল আমিন খান, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহিম, ব্যবসায়ী মনসুর উদ্দিন খান, হরিপদ সাহা ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাং আলমগীর চৌধুরী সদস্য করা হয়েছে।

গঠিত কমিটিকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এ কমিটিকে সমিতি কর্তৃক পরিচালিত কমিউনিটি পুলিশিং কার্যক্রম, পৌর এলাকার যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে বলা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত