
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপির নেতারা।
গতকাল শুক্রবার উপজেলার আলেকজান্ডার বাজারের একটি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে বিএনপির নেতারা বলেন, চরগাজী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন সৈনিক।
ফ্যাসিবাদের সময়ে রাজপথে সক্রিয় থেকে বিএনপিকে সুসংগঠিত করে রেখেছেন তিনি। চরগাজী ইউনিয়নের সর্বজন স্বীকৃত একজন জনপ্রিয় নেতা সারোয়ার ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের দোসরদের হামলা-মামলা, ভয়ভীতি উপেক্ষা করে মাঠে ময়দানে নেতাকর্মীদের সঙ্গে থেকে কাজ করে গেছেন তিনি।
তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহলের ষড়যন্ত্র করছে। চক্রটি বিএনপির জনপ্রিয় নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে বিএনপিকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ সময় চরগাজী ইউনিয়ন বিএনপির সভাপতি মীর ফরহাদ হোসেন পস্তু, সিনিয়র সহ-সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ উদ্দিনসহ চরগাজী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।