
বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
তারা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে আলমগীর হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার উলচাপাড়া উপজেলার উলচাপাড়া সদর গ্রামের মনো মিয়ার ছেলে আহাদ ও একই জেলার মিরাশাড়ি উপজেলার মিরাসানি মধ্যোপাড়া গ্রামের মৃত আব্দুল মোন্নাফ ভূঁইয়ার ছেলে চালক বশির মিয়া। ওই অধিদপ্তরের সহকারী পরিচালক এইচএম মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকালে উল্লেখিত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী রেইডিং একটি টিম অবস্থান করে।
এ সময় ঢাকার যাত্রাবাড়ী থেকে দিনাজপুরগামী একটি প্রাইভেটকার বিশেষ সিগন্যালে থামানো হয় এবং এ কারে তল্লাশি চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয়েছে।