ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে দুই ডাকাত গ্রেপ্তার

মুন্সীগঞ্জে দুই ডাকাত গ্রেপ্তার

মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি ও মেঘনা ডাকাত দলের সদস্য জামিল মোল্লা এবং লিটু খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জামিল মোল্লার বাড়ি সদর উপজেলার বাংলাবাজার (কাজিয়ারচর) এলাকায়। তিনি মেঘনা নদীকেন্দ্রিক ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হত্যা মামলার পাশাপাশি চাঁদাবাজি এবং বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। লিটু খানের বাড়ি সদর উপজেলার বেহেরপাড়া এলাকায়। তার বিরুদ্ধেও খুন, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার একদফা চূড়ান্ত আন্দোলনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগের দিন, ৪ আগস্ট কৃষি ব্যাংক চত্বরে ছাত্র-জনতা জড়ো হয়ে আন্দোলনের প্রস্তুতি নিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। দিনব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে, উত্তর ইসলামপুর এলাকার মো. সজল, ডিপজল ও রিয়াজুল নামে তিনজন দিনমজুর গুলিতে নিহত হন।

পরবর্তীতে ওই ঘটনার প্রেক্ষিতে তিনটি হত্যা মামলা করা হয়। এর মধ্যে মো. সজলের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক এমপি ফয়সাল বিপ্লব, জেলা আওয়ামী লীগ সভাপতি মো. মহিউদ্দিনসহ ৩০১ জনকে আসামি করা হয়। এই মামলার এজাহারভুক্ত আসামি জামিল মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক এস এম রিয়াদুজ্জামান জানান, বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলায় জামিল ও লিটুকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত