
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান চুরি করে পালানোর সময় জাহিরুল ইসলাম নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পাওদোয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জাহিরুল ইসলাম টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার রামদেব বাড়ির আ. রশিদ মিয়ার ছেলে।
তার লাশ পুলিশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাকড়াজান ইউনিয়নে কয়েকদিন ধরে নিয়মিত চুরির ঘটনা ঘটছিল। গতকাল শুক্রবার সকালে শ্রীপুর রাজনীতি মোড় গ্রামের বাবলু মিয়ার অটোভ্যান চুরি করে পালানোর চেষ্টা করে। পরে পাওদোয়া চালা গ্রামে গেলে জহিরুলকে হাতেনাতে ধরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে তিনি গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে মারা যান।
সখীপুর থানার ওসি আবুল কালাম ভুইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।