
প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ১২০০ মেয়ে শিক্ষার্থীর অংশগ্রহণে মেয়েদের ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার কলেজটির আঙিনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, জেলা পরিষদ মুন্সীগঞ্জের প্রধান নির্বাহী অফিসার নাজমনুর নাহার, জেলা কমান্ড্যান্ট, মূলপ্রবন্ধ উপস্থাপন করেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মারুফা আক্তার, আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সরকারি মহিলা কলেজের প্রভাষক শামীমা নাসরিন, স্কয়ার হাসপাতালের আএমও ডা. সিনথিয়া খানম অর্নি। সেমিনারে সভাপতিত্ব করেন, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মুন্সীগঞ্জ শরীফ উল্যাহ।