ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মতবিনিময়

বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মতবিনিময়

বিদ্যমান রাজনৈতিক সাংস্কৃতির পরিবর্তন ও সামাজিক চুক্তি পুনর্বহালের মাধ্যমে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কক্সবাজারে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার শহরের একটি হোটেলে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সচিব হিজবুল্লাহ আরেফিন। সভায় বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি কমিটির প্রধান এবং কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক মিনহাজুর রহমান রেজবী, আপ বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক হুজ্জাতুল উল্লাহ, এনসিপি কক্সবাজারের সংগঠক উমর ফারুক, আপ বাংলাদেশ কক্সবাজারের খাইরুল ইসলাম এবং শহিদ ওয়াসিম আকরামের পিতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আপ বাংলাদেশ কক্সবাজার জেলা কমিটির সদস্য সচিব কফিল উদ্দিন ইমু। সভায় সভাপতিত্ব করেন, জেলা আহ্বায়ক রাফি আল ইমরান। প্রধান অতিথির বক্তব্যে হিজবুল্লাহ আরেফিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পরে তারা রাজনীতি থেকে সরে গেছেন। এখন সময় এসেছে নারীদের নেতৃত্বে এগিয়ে আসার। আপ বাংলাদেশ রাজনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণকে সবসময় সমর্থন করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত