
আসন্ন দুর্গাপূজা সুশৃঙ্খল উদযাপন নিশ্চিত করতে বরগুনায় সম্প্রীতি সমাবেশ বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গত শনিবার জেলা মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি চিত্তরঞ্জন শীলের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল আমিন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহকারী পরিচালক দিপু হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, বিশেষ পিপি রঞ্জুয়ারা শিপু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসেন, সমাজসেবক মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, অ্যাডভোকেট মোস্তফা কাদের, সাবেক সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, হাফিজুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধা, শিক্ষক প্রতিনিধি বাকি বিল্লাহ প্রমুখ।
সম্প্রীতি সমাবেশে জেলার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, যুব সমাজের প্রতিনিধি, পূজা উদযাপন ফ্রন্ট ও পূজা উদযাপন পরিষদের নেতাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন- বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালাহ। সম্প্রীতি সমাবেশে নেতারা বলেন, দুর্গাপূজা এখন কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি দেশের ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির প্রতীক। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে অংশগ্রহণ করেন। তাই শান্তিপূর্ণভাবে এ উৎসব সম্পন্ন করতে আমাদের সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।