
রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ফিরোজ হায়দারের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) রাজবাড়ী জেলা শাখা ও রাজবাড়ী শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাশিস রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক ভিপি গাজী আহসান হাবিব, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস, সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম শেখ, সদর উপজেলা বাশিস সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. ময়নুল ইসলামসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।