ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বজ্রপাতে জেলের মৃত্যু, আহত তিন

বজ্রপাতে জেলের মৃত্যু, আহত তিন

ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে গভীর রাতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তাহের মাঝি (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল সোমবার ভোর রাতে উপজেলার চৌমুহনী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহের মাঝি চাঁদপুর ইউনিয়নের বালিয়াকান্দি ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং ওই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের সুমনের ছেলে মো. সিফাত, মো. রিফাত এবং স্বপনের ছেলে মো. মারুফ। প্রত্যক্ষদর্শী আব্দুল মালেক জানান, প্রতিদিনের মতো গত রোববার রাতে মেঘনা নদীতে মাছ শিকার করতে যায় তাহের মাঝিসহ অন্যান্যরা। মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে আবু তাহের মাঝি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত