
ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পরে গিয়ে চালকসহ দুই জন নিহত। এ সময় আহত হয়েছে আরও দুইজন। রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম টু ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের নামই মনির হোসেন একজন দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে অন্যজন চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে।