ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জাল টাকার নোট ও নকল অস্ত্রসহ কারবারি আটক

জাল টাকার নোট ও নকল অস্ত্রসহ কারবারি আটক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে কোটি টাকার জাল টাকা, ৫টি নকল পিস্তল এবং নকল গুলিসহ মোক্তাদির আলী রিপন নামে একজনকে আটক করেছে র‌্যাব। গ্রেপ্তার মোক্তাদির উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান গ্রামের তৈয়ব আলীর ছেলে।

র‌্যাবের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়ার পৃথিমপাশা সম্মান এলাকার জাল নোটের কারবারি মোক্তাদির আলী রিপনের বাসায় বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোট এবং আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে। সেই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এবং সদর কোম্পানি, সিলেট এর যৌথ আভিযানিক দল ১৩ অক্টোবর গভীর রাতে মোক্তাদিরের বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে বসত ঘরের ওয়ারড্রপ থেকে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্য মানের দেশি এবং প্রায় ৬০ লাখ টাকা মূল্যের বিদেশি নোটসহ মোট প্রায় ১ কোটি টাকার দেশি-বিদেশি জাল নোট উদ্ধার করা হয়। এই সময় ওই বাসা থেকে ৫টি নকল বিদেশি পিস্তল এবং নকল ৮ রাউন্ড গুলিসহ মোক্তাদির আলী রিপনকে আটক করা হয়েছে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপারকে (মিডিয়া) এম শহীদুল ইসলাম সোহাগ গণমাধ্যমকে জানান, আইনগত ব্যবস্থা গ্রহণে মোক্তাদিরের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কুলাউড়া থানায় মামলা করা হয় এবং জব্দ আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত