ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই’

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই’

সচেতন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজে সত্যের আলো ছড়িয়ে দিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম। গত বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা সার্কিট হাউসে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিচারপতি হাকিম বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর কনটেন্ট ও অযাচিত তথ্য ছড়িয়ে পড়ায় সত্য ও ভুয়া খবর আলাদা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই সাংবাদিকদের আরও সচেতন হতে হবে, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করতে হবে এবং পেশাগত নৈতিকতা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, অপ-সাংবাদিকতা রোধে সাংবাদিকদের নিজেদের অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সাংবাদিকতার মানোন্নয়নই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনবে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন। তিনি বলেন, সঠিক, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সাংবাদিকরা সমাজ পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। তিনি সাংবাদিকতার নৈতিক মানদ-, দায়িত্ববোধ এবং প্রেস কাউন্সিলের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গণতন্ত্র ও উন্নয়নের অন্যতম ভিত্তি। সাংবাদিকদের সত্যের পথে অবিচল থেকে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত