ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশব্যাপী দোয়া

খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশব্যাপী দোয়া

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রংপুর : রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর আয়োজনে রংপুর মহানগরীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে নগরীর রবাটসনগঞ্জ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। এ সময় রংপুর সদর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুসহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজনের বিষয়ে এমপি প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, বেগম খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের না, তিনি সবার ও সারা বাংলাদেশের। এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার আপসহীন লড়াই অতুলনীয়। গণঅভ্যুত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন। আমি তার সুস্থতার জন্য রংপুরবাসীসহ সর্বসাধারণের নিকট দোয়া কামনা করছি। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করাসহ বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়।

সিলেট : সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) সিলেট চ্যাপ্টারের উদ্যোগে জামিয়া হালিমাতুস সাদিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে মহান আল্লাহ তালার নিকট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি, পরিপূর্ণ সুস্থতা দানসহ জনগণের কাছে ফিরিয়ে আনার মাধ্যমে জনগণের খেদমত করার সুযোগ দানের জন্য দোয়া করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের না, তিনি সবার ও সারা বাংলাদেশের। এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার আপসহীন লড়াই অতুলনীয়। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন। মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এ্যাব সিলেট চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, কৃষিবিদ মো. মনোয়ারুল হক, প্রকৌশলী আশফাক আহমেদ, ডা. এসএম রায়হানুল নবী, মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।

নোয়াখালী : বেগম খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। এছাড়াও তিনি বলেন, বেগম খালেদা জিয়া প্রমাণ করছেন তিনিই আমাদের গণতন্ত্রের মানসকন্যা। তিনিই দেশের গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করেছেন। তার অবদান যুগযুগ ধরে গণতন্ত্রকামী মানুষকে মনে রাখতে হবে। বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে স্বৈরাচার হাসিনা জেলে রেখেছেন। উনাকে চিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি। তিলে তিলে হত্যার চেষ্টা করা হয়েছে। মহান আল্লাহ উনাকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর রহমতে সবার দোয়ায় সুস্থ হয়ে তিনি আমাদের মধ্যে ফিরে আসবেন। তিনি আমাদের ঐক্যের প্রতীক। গতকাল শনিবার নোয়াখালী-৪ আসনে (সদর-সুবর্ণচর) বিএনপি মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়ম সভায় এসব মন্তব্য করেন তিনি।

ঘাটাইল (টাঙ্গাইল) : সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফুর রহমান খান আজাদের উদ্যোগে ঘাটাইল গণ পাইলট সরকারি হাই স্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দীর্ঘক্ষণ মোনাজাত করা হয়। মোনাজাতে অংশ নেন নারী পুরুষসহ হাজার হাজার মানুষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত