ঢাকা শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে দোয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে দোয়া

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সারাদেশে গতকাল দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ : বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে তাকে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য বিশেষ দোয়া করা হয়। গতকাল জেলা কালেক্টরেট মসজিদে জুমা কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করুন। সেইসঙ্গে তিনি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা কামনা করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নাজির মো. কামরুল ইসলাম, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

বগুড়া : গতকাল বাদ জুমা বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা বিএনপির আয়োজনে এ দোয়া ও মোনাজাত হয়। দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য এ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, কাজী রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, উপদেষ্টা অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, বিএনপির রাজশাহী ও রংপুর বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. তোফাজ্জল হোসেন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা তাঁতি দলের সভাপতি মো. সারওয়ার, জেলা কৃষক দলের সদস্যসচিব এনামুল হক সুমন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক, বগুড়া শহর শ্রমিক দলের সদস্য সচিব সামছুজ্জামান সামছু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার সিফাত, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা ও মুসল্লিরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মনোয়ার হোসেন।

নরসিংদী : বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জরাজীর্ণ কারাগারে রেখে স্লো প্রয়োজনীং এর মাধ্যমে শেখ হাসিনা হত্যা করেছে। এ হত্যার দায় শেখ হাসিনা কখনো এড়াতে পারবে না। খালেদা জিয়া ছিল একজন আপসহীন নেত্রী। তিনি বিদেশ গিয়ে বোক বিলাস করতে পারতেন শুধু দেশের মানুষের জন্য সবকিছু ত্যাগ করেছেন। বেগম জিয়াকে এদেশের মানুষ সারা জীবন ধারণ করবে। গতকাল শুক্রবার নরসিংদীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। গতকাল সন্ধ্যায় নরসিংদীর শিশু একাডেমিতে বিএনপির যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে নরসিংদী জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।

দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুরে সদর ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জুমা দুর্গাপুর সদর ইউনিয়ন পরিষদ মাঠে সর্বস্তরের অংশগ্রহণে ওই দোয়া মাহফিল হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন মুকুল,সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আসাদ, সাংগঠনিক সম্পাদক্ব জামাল উদ্দীন মাস্টার, দুর্গাপুর পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সহ-সভাপতি আইনুল হক বুলবুল, দুর্গাপুর ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম কাইয়ুম, সদস্য সচিব ইউসুফ খান, যুগ্ম আহ্বায়ক আহমেদ প্রমুখ।

ধামরাই : ঢাকার ধামরাইয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নিজ বাসভবনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এমএ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। এ সময় ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রবিনসহ উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত