
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে স্থানীয় বিএনপির এক নেতার বাড়িতে গভীর রাতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে সরিষা ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী গ্রামের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইবাদত মোল্লার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। তিনি পেশায় একজন কৃষক।
ইবাদত মোল্লা জানান, রাত আনুমানিক ৩টার দিকে বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। এ সময় কে বা কারা তার ঘরের জানালার থাই গ্লাসে লাঠি দিয়ে আঘাত করে ভেঙে ফেলে।
হঠাৎ এমন ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে হামলাকারীরা আরও একটি বিকট শব্দ করে বোমা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তবে তার বিল্ডিং করা ঘরের ভেতরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরও জানান, সকালে উঠে বাড়ির আশপাশে বোমা বিস্ফোরণের খোসা দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কারা বা কী কারণে এ হামলা চালিয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জানালার একটি থাই গ্লাস লাঠি দিয়ে আঘাত করে ভাঙা হয়েছে। হামলাকারীরা চলে যাওয়ার সময় দুটি বাজি ফাটিয়েছে। ঘটনাস্থল থেকে একটি বাজির খোসা উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।