ঢাকা শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বিদ্যুৎস্পর্শে ট্রান্সফরমার চোর নিহত

বিদ্যুৎস্পর্শে ট্রান্সফরমার চোর নিহত

মানিকগঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে সংঘবদ্ধ চোরচক্রের এক সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে।

গত বৃহস্পতিবার রাতে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরচক্রটি খানপাড়া এলাকার একটি ফাঁকা স্থানে অবস্থিত বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করে।

এ সময় ট্রান্সফরমারের সঙ্গে লাগানো শিকল ও তালা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন চোরচক্রের এক সদস্য। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ওপর থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রান্সফরমারটি খুলে নেওয়ার আগেই দুর্ঘটনা ঘটে। পরে রাতের শেষ ভাগে চোরচক্রের অন্যান্য সদস্য নিহতের লাশটি টেনে কিছুটা দূরে রেখে পালিয়ে যায়।

গতকাল শুক্রবার সকালে পথচারীরা লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানালে বিষয়টি জানাজানি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল কার্যক্রম শুরু করে। স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ আগেও ওই এলাকার পাশের একটি বিদ্যুতের খুঁটি থেকে আরেকটি ট্রান্সফরমার চুরি হয়।

শীত মৌসুম এলেই এলাকায় বিদ্যুতের সরঞ্জাম চুরির ঘটনা বেড়ে যায় বলে অভিযোগ করেন তারা। সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনার সত্যতা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত