ঢাকা শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ চুয়াডাঙ্গার দুই তরুণ

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ চুয়াডাঙ্গার দুই তরুণ

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার দুই তরুণ লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ রয়েছেন। দুই পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার কালুপোল গ্রামের ইসাহক আলীর ছেলে মিঠুন হোসেন (২৯) এবং আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের খাসবাগুন্দা গ্রামের হাফিজুর রহমানের ছেলে সাঈদ মিয়া (২২) প্রায় ১৫ দিন আগে লিবিয়ার উদ্দেশ্যে রওনা হন। সম্পর্কে তারা মামা-ভাগ্নে। ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ঝাউদিয়া গ্রামের আব্দুর রাজ্জাক তাদেরকে লিবিয়া নিয়ে যান এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ সাগরপথের যাত্রায় সামিল করেন। পরিবারের ভাষ্যমতে, সাগরে নেমে নৌকা থেকে সর্বশেষ ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন মিঠুন ও সাঈদ আজ থেকে প্রায় ১৩ দিন আগে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত