
সোনাগাজীতে বাদশা ফয়সাল (৩৭) নামের এক যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বাদশা ফয়সাল সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের ওসমান আলী মিয়াজী বাড়ির মৃত সাহাব উদ্দিনের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে বাদশা ফয়সাল খেজুরের রস নিয়ে ফেনী যাওয়ার সময় সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কের ডাকবাংলো পেট্রোল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে ফেনী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদশা ফয়সাল একটি বিমা কোম্পানিতে দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন, পাশাপাশি সোনাগাজী পৌর শহরের কোর্ট এলাকায় মডেল দাখিল মাদরাসার সামনে ব্যবসায়ী দোকান করতেন।