
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে এক পথচারীকে তুলে নেওয়ার সময় মো. সুমন মিয়া ও হাসান মাহমুদ হৃদয় নামের দুইজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, এক জোড়া হ্যান্ডকাপ ও পুলিশের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। পুলিশ তাদের গ্রেপ্তার করে আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসা দিয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মোড়ে এ ঘটনা ঘটে। আটক সুমন মিয়া শরীয়তপুর জেলার নড়িয়া থানার উপশী এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে এবং হাসান মাহমুদ হৃদয় গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ফলাপাটুয়া দক্ষিণপাড়া এলাকার মৃত হুমায়ন কবিরের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি ওভারব্রিজের নিচ থেকে অজ্ঞাতনামা এক পথচারীকে ৪/৫ জনের একটি দল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই ব্যক্তি চিৎকার করলে আশপাশের লোকজনের সন্দেহ হয় এবং তারা ঘটনাস্থলে এগিয়ে এসে দলটিকে চ্যালেঞ্জ করে।
তিনি আরও জানান, পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা দ্রুত পালানোর চেষ্টা করলে জনতা দুইজনকে আটক করে গণধোলাই দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ সময় অপর ২-৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় মামলা হয়েছে।