
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন- আমি নিজেও খেলোয়াড়, খেলাধুলার প্রতি আমার আলাদা আন্তরিকতা আছে। এই বয়সেও আমি কক্সবাজারে লং টেনিস খেলি, ক্রীড়া শরীর স্বাস্থ্য ও মন ভালো রাখে। গতকাল শনিবার বিকালে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি একথা বলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ এর বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী এ সময় নিজের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন। পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন তিনি। টুনার্মেন্ট পরিচালনা কমিটির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোনা আলমের সঞ্চালনায় । এ সময় বিশিষ্ট আইনজীবী ছমি উদ্দিন, হলদিয়া উত্তর শাখা বিএনপির সভাপতি আব্দুল গফুর চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ সিকদার সাইফুল, আলোকিত বাংলাদেশের কক্সবাজার অফিস প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক এএইচ সেলিম উল্লাহ, ইউপি সদস্য এম মঞ্জুর আলম, মোহাম্মদ বোরহান উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।