ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বরিশালে বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

বরিশালে বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ২০২৩ সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের কারণে বহিষ্কৃত বিএনপির তিন নেতাকে প্রায় আড়াই বছর পর পুনর্বহাল করেছে বিএনপি। গত বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। পুনর্বহাল হওয়া নেতাদের মধ্যে রয়েছেন- বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আমিনুল ইসলাম, হাবিবুর রহমান টিপু ও হারুন অর রশিদ। ২০২৩ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে দলের নীতির বিরুদ্ধে অংশগ্রহণ করার কারণে তাদের বহিষ্কার করা হয়েছিল। ভোটে অংশ নেওয়ার ঘটনায় মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনসহ এই নেতাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল।

বহিষ্কারাদেশ প্রত্যাহারপত্রে বলা হয়েছে, এরআগে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত