
ভারতে কারাবন্দি বাংলাদেশি জেলেদের পরিবারের মানবিক সংকট বিবেচনায় তাদের পাশে দাঁড়িয়েছে কোস্ট ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক কর্মসূচিতে ৫৩ জন কারাবন্দি জেলেদের পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহেশখালী থানার সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার দিদার আলম, সিনিয়র অ্যাডভোকেট মহেশখালী জেলা কোর্ট অ্যাডভোকেট হামিদ উল্লাহ, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম এবং সভাটি সঞ্চালনা করেন আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী রুবেল হাসান। দীর্ঘদিন ধরে পরিবারের উপার্জনক্ষম সদস্য কারাবন্দি থাকায় এসব পরিবার চরম আর্থিক অনিশ্চয়তা ও মানবিক সংকটে দিন কাটাচ্ছে।
মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে, যাতে তারা নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে সাময়িক স্বস্তি পেতে পারে।
উপজেলা সমাজসেবা অফিসার দিদার আলম বলেন, এরইমধ্যে ভারতে কারাবন্দি জেলেদের তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসক কক্সবাজার বরাবর প্রেরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মহোদয় কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছেন।