ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

অপবাদ দিয়ে শিশুকে মারধরের অভিযোগ

অপবাদ দিয়ে শিশুকে মারধরের অভিযোগ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে অপবাদ দিয়ে এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গত বুধবার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কুব্দী গ্রামে এ ঘটনা ঘটে। আহত আফিফ সেখ (৯) কুব্দী গ্রামের আজাদ সেখের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। শিশুর বাবা আজাদ সেখ অভিযোগ করে বলেন, কোনো কারণ ছাড়াই প্রতিবেশী আবু বক্কার সিদ্দিকের ছেলে সুমন সেখ (৩২) ও মো. আলতাব হোসেনের ছেলে ইয়ামিন সেখ (২২) তার ছেলেকে ঘাস কাটার অপবাদ দিয়ে নির্মমভাবে মারধর করে এবং হত্যার চেষ্টা চালায়। তিনি জানান, বুধবার সন্ধ্যার আগে তার ছেলে বাড়ির পাশের নিজস্ব পুকুরপাড়ে গেলে অভিযুক্তরা তাদের জমি থেকে ঘাস কাটার মিথ্যা অভিযোগ এনে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তারা শিশুটিকে মারধর করে এবং হাতে থাকা কাঁচির হাতল দিয়ে আঘাত করে। এতে শিশুটির মাথার বিভিন্ন স্থানে জখম হয় এবং বাম চোখে আঘাত লেগে রক্ত জমাট বেঁধে যায়। অভিযোগে আরও বলা হয়, পরে অভিযুক্তরা শিশুটিকে হত্যার উদ্দেশ্যে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে। এ সময় স্থানীয় মো. রফিকুল ইসলাম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত শিশুটিকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুর পরিবার বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বালিয়াকান্দি থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত