
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় নগরীর টাউন হল এলাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) ময়মনসিংহ জেলা শাখার কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলার মাটি ও আপসহীন গণতন্ত্রের নেত্রী। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও যোগ করেন- গণমানুষের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দাবি উত্থাপন করেছেন, যা দেশের কল্যাণে একটি বাস্তবসম্মত উদ্যোগ। দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক এবং বিশ্বের নির্যাতিত ও মজলুম নেত্রী। দেশ ও দলের জন্য তার ত্যাগ অতুলনীয়।
আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী এমদাদুল হক বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ডিপ্লোমা প্রকৌশলীদের প্রথম পেশাগত স্বীকৃতি দিয়েছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া ডিপ্লোমা শিক্ষাকে চার বছর মেয়াদি ও আধুনিকায়ন করে মানোন্নয়ন করেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- সম্মিলিত পেশাজীবী পরিষদের প্রফেসর ড. শাহজাহান মিয়া, সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. খাইরুল হাসান বাদল, প্রকৌশলী আব্দুল আওয়াল, কৃষিবিদ হেলাল উদ্দিন ও ড. মোহাম্মদ আলী সিদ্দিকসহ বিভিন্ন স্তরের নেতারা।