
বরগুনার আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে গছে। এতে প্রায় ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের দাবি। গত বুধবার রাত দেড়টার দিকে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী বাঁধঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ফার্মেসি, মুদি, চায়ের দোকানসহ মোট পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে এমনটাই দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী ছাত্র বন্ধু লাইব্রেরির মালিক মোশারফ হোসেন বলেন, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। ভোর রাতে খবর পাই দোকানে আগুন লেগেছে। এক টাকার মালামালও বের করতে পারিনি। সব পুড়ে শেষ। আমি এখন নিঃস্ব। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।