
সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির ১১ সদস্য বিশিষ্ট্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
পূবের্র নির্বাচিত কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় গতকাল বৃহস্পতিবার জেলা আইজীবী সমিতির সম্মেলন কক্ষে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটির আহ্বায়ক হলেন মিজানুর রহমান পিন্টু ও সদস্যসচিব হয়েছেন নুরুল আমিন। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুল আমিন জানান, এই কমিটি দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে তাদের দায়িত্ব হস্তান্তর করবেন। তিনি আরো জানান, এই কমিটির মেয়াদ থাকবে সর্বোচ্চ ৬ মাস।